আবদুল্লাহ ইবনে আব্বাস রাঃ (আরবি :عبد اللہ ابن عباس) ইসলামের শেষ নবী হযরত মুহাম্মাদ সাঃ- এর একজন সাহাবী। মুহাম্মাদ সাঃ-এর আবদুল্লাহ নামক চার জন বিশিষ্ট সাহাবী – যাদেরকে একত্রে ‘ عبادلۃ اربعۃ ‘বলা হয়, তিনি তাদের অন্যতম। তিনি কুরাইশ বংশের হাশেমি শাখার সন্তান। মুহাম্মাদ সাঃ- এর সর্বকনিষ্ঠ চাচা আব্বাসের জ্যেষ্ঠ ছেলে। আব্বাস রাঃ ছিলেন একজন বিশিষ্ট সুবিজ্ঞ ফকিহ ও আল-কুরআনের তাফসীরের ক্ষেত্রে শীর্ষস্থানীয় মুফাস্সির।[২][৩]। মুসলিম বিশ্বে তাকে রইসুল মুফাস্সিরিন বা সাইয়্যিদুল মুফাস্সিরিন (তাফসিরকারকদের প্রধান) বলা হয় ।